Beta

আপনার জিজ্ঞাসা

তসবি নাকি হাতের আঙুল ব্যবহার করা উত্তম?

০৪ মে ২০১৯, ১১:৪১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮২তম পর্বে তসবি নাকি হাতের আঙ্গুল ব্যবহার করা, কোনটি উত্তম সে বিষয়ে সিরাজগঞ্জ থেকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন লুৎফুন নাহার। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমরা আসতাগফিরুল্লাহ বা দরুদ ১০০ বার পড়ার ক্ষেত্রে তসবিহ ব্যবহার করি। আমি ওই বইতে পেয়েছি যে তসবির চেয়ে হাতের আঙুল ব্যবহার করা উত্তম, কারণ রাসুল (সা.)-এর সময় তসবিহ ছিল না। আমাদের আসলে কোনটা করা উচিত?

উত্তর : হাতের আঙুলের মধ্যে গণনা করা হলো সুন্নাহ। যেহেতু রাসুল (সা.) বলেছেন, এগুলো কথা বলবে, এগুলো সাক্ষ্য দেবে। সুতরাং, উত্তম হলো এটি করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।

Advertisement