সারা দেশে সরস্বতী পূজা পালিত হচ্ছে

Looks like you've blocked notifications!
আজ রোববার সারা দেশে সরস্বতী পূজা পালিত হচ্ছে। ছবি : এনটিভি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ রোববার সারা দেশে সরস্বতী পূজা পালিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পূজা একটি।

হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতিমতে, দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা উদযাপন করা হয়। এই দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন।

হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এই পূজার আয়োজন করে থাকেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জগন্নাথ হল এবং সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বনানী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট, রমনা কালীমন্দিরসহ অন্যান্য স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।