আপনার জিজ্ঞাসা

বেশি দিন দ্বীনিপরিবেশের বাইরে থাকলে শয়তানের খপ্পরে পড়ে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ২২১৬তম পর্বে মানুষ দ্বীনের পরিবেশ ছাড়া বেশি দিন একা একা থাকলে, শয়তানের খপ্পরে বেশি পড়ে কি না, সে বিষয়ে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মানুষ দ্বীনের পরিবেশ ছাড়া বেশি দিন একা একা থাকলে শয়তানের খপ্পরে বেশি পড়ে, এমন বক্তব্য কি শুদ্ধ?

উত্তর : এ ব্যাপারে বলা হয়েছে, তোমরা সংঘবদ্ধ জীবনযাপন কর। শয়তান একজনকে পেলে যত সহজে কাবু করতে পারে, সেখানে দুজন মুমিন সংঘবদ্ধ জীবনযাপন করলে, কাছাকাছি থাকলে এবং জামাতবদ্ধ থাকলে শয়তান তত সহজে পারে না। এটা সহিহ হাদিস। আমরা এজন্য সংঘবদ্ধভাবে জীবনযাপন করার চেষ্টা করব এবং সংঘবদ্ধভাবে জীবনযাপন করব কোরআন, সুন্নাহর আলোকে। কোরআন, সুন্নাহর মানদণ্ড ধরে। কেননা আল্লাহ কোরআন শরিফে বলেছেন, তোমরা আল্লাহর রসদকে মজবুতভাবে ধারণ কর, বিচ্ছিন্ন হইও না। এজন্য আমরা যত বেশি সংঘবদ্ধভাবে জীবনযাপন করব তত বেশি শয়তানের হাত থেকে বাঁচতে পারব ইনশা আল্লাহ।