আপনার জিজ্ঞাসা

ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৬৯তম পর্বে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ  কি না, সে বিষয়ে বনশ্রী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মো. তোরাপ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করাটা কতটুকু সহিহ শুদ্ধ আর এর অর্থ কি?

উত্তর : না,  ইল্লাল্লাহ এ জিকির হাদিস দ্বারা সাব্যস্ত হয় নি। রাসূল (সা.) অথবা সাহাবা একরাম এটি করেছেন, এই মর্মে কোনো প্রমান পাওয়া যায় নি। এটা একেবারেই নতুন আবিষ্কৃত বিষয়, বেদাত। ইল্লাল্লাহ অর্থ হলো গাইরুল্লাহ। এর মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। কেন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে আহ্বান করবেন। এটা রাসূল (সা.) এর জিকিরের তরিকার মধ্যে নেই।

সুতরাং, ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। যেমন, লা ইলাহা মানে কোনো ইলাহা নেই। এটাও করা যাবে না। ভগ্নাংশ করে যে জিকির করা হয়, সেই জিকির জায়েজ নেই।