Beta

আপনার জিজ্ঞাসা

আল্লাহু বা মুহাম্মদ লেখা লকেট পরা কি ঠিক?

০৬ জানুয়ারি ২০১৯, ২০:১১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৬৯তম পর্বে আল্লাহু বা মুহাম্মদ লেখা লকেট পরা ঠিক কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন শামীমা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আল্লাহু বা মুহাম্মদ লেখা লকেট পরা কি ঠিক?

উত্তর : না, এগুলো পরিহার করা ভালো। কারণ, আল্লাহু বা মুহাম্মদ লেখা আছে এমন লকেট পরলে সেটা নিয়ে আপনি অপবিত্র জায়গায় চলে যেতে পারেন। সুতরাং, উত্তম হচ্ছে এ ধরনের লকেটগুলো ব্যবহার না করা। কিন্তু এটা হারাম নয়। তবে এটাকে পরিহার করা উত্তম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ, এখানে আল্লাহু ও মুহাম্মদ (সা.)-এর নাম রয়েছে। সেটা কোনো না কোনো ক্ষেত্রে হয়তো অবমাননা হওয়ার আশঙ্কা আছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement