Beta

আপনার জিজ্ঞাসা

বাথরুমে কি জিনের শক্তি কম থাকে?

২৬ অক্টোবর ২০১৮, ১৩:১২

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৯২তম পর্বে বাথরুমে জিনের শক্তি কম থাকে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বাথরুমে জিনের শক্তি কম, এরা তেমন ক্ষতি করতে পারে না—এই কথা কি সহিহ?   

উত্তর : না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি আপনি বাথরুমে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করে প্রবেশ করেন, যেটি রাসুল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন, তাহলে তাদের শক্তি কমে যাবে।

শয়তান, জিন বাথরুমে থাকে বলেই তো আল্লাহর রাসুল আমাদের এই দোয়া শিক্ষা দিয়েছেন। জিন, শয়তান যেগুলো মানুষের ক্ষতি করে, সেগুলো মূলত বাথরুমেও থাকে।

বাথরুমে যাওয়ার সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইব যে, ‘এদের কাছ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই।’

সুতরাং, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে বাথরুমে প্রবেশ করেন, তখন এদের শক্তি আর সেখানে থাকে না, সেখানে তারা দুর্বল হয়ে যায়।    

Advertisement