আপনার জিজ্ঞাসা

মুক্তাদিররা কখন নামাজে দাঁড়াবেন?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৫৪তম পর্বে মুক্তাদিররা কখন নামাজে দাঁড়াবেন, সে সম্পর্কে জানতে চেয়ে উত্তরা থেকে টেলিফোন করেছেন সালাউদ্দিন কাদের। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন : মুক্তাদিররা কখন নামাজে দাঁড়াবেন?

উত্তর : এই মর্মে রাসুলের (সা.) কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না, যতক্ষণ না আমাকে দেখবে যে আমি মসজিদে প্রবেশ করছি।’ অর্থাৎ রাসুল (সা.) যখন জামাতের জন্য মসজিদে ঢুকবেন, তখন সবাই দাঁড়াবেন। এটি হচ্ছে রাসুলের (সা.) নির্দেশনা।

তাই জামাতের ক্ষেত্রে মূলত একামত শেষ হওয়ার পরও দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই।

তবে উত্তম হচ্ছে, একামতের শেষের দিকে দাঁড়ানো। এটি কোনো শর্ত নয় যে ‘হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহের’ পর দাঁড়াতে হবে। এটি কারো ব্যক্তিগত ইশতেহাদ হতে পারে। তবে এই মর্মে কোনো সুস্পষ্ট দলিল অথবা হাদিস সাব্যস্ত হয়নি।