Beta

আপনার জিজ্ঞাসা

টিভিতে সৌদি আরবের আজান শুনলে জবাব দিতে হবে?

০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৫৬তম পর্বে সৌদি আরবের মসজিদে হারামে মাগরিব ও এশার আজান টিভিতে শুনলে সেই আজানের জবাব দিতে হবে কি না, সে সম্পর্কে মতিঝিল থেকে টেলিফোনে জানতে চেয়েছেন নাসিমা। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন : সৌদি আরবে মসজিদে হারামে যখন মাগরিব ও এশার নামাজ হয় এবং তখন যে টিভিতে আজান হয়, সেই আজানের জবাব কি আমরা দিতে পারব?    

উত্তর : না, এই আজানের জবাব আপনার দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এই আজানের সঙ্গে আপনার নামাজের কোনো সম্পৃক্ততা নেই।

আপনি যদি মাগরিবের আজানের সঙ্গে নামাজ পড়তে যান, তাহলে আপনার নামাজ হবে না। সুতরাং এই আজানটা শুধু শুনতে পারেন, দেখতে পারেন। এটি শুধু অন্তরের প্রশান্তির বিষয়, আবেগের বিষয়। আপনি হয়তো ইসলামের সৌন্দর্য দেখতে পেলেন যে ইসলাম কত সুন্দর।

এই আজানের জবাব দেওয়ার বিষয়টি নির্ভর করছে মূলত নামাজের ওয়াক্তের সঙ্গে এবং নামাজের যে আজান দেওয়া হয়ে থাকে তার সঙ্গে। এটি মূলত আমাদের নামাজের সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের নামাজের সঙ্গে সম্পৃক্ত।    

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement