Beta

আপনার জিজ্ঞাসা

সোমবার রোজা রাখলে কি ভাঙা যাবে না?

০৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৬৩তম পর্বে সোমবারে রোজা রাখলে এই রোজা আর বন্ধ করা যায় কি না, সে সম্পর্কে কুমিল্লা থেকে  চিঠিতে জানতে চেয়েছেন তানজিনা মজুমদার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : সোমবার রোজা রাখলে নাকি এই রোজা কখনো আর বন্ধ করা যায় না?   

উত্তর : না, এগুলো নফল রোজা। নফল, সুন্নত বা রোজা যেগুলো আছে, সেগুলো যদি কোনো ওজোর দেখা দেয় অথবা কোনো না কোনো কারণ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য এই নফল রোজা ভঙ্গ করাও জায়েজ রয়েছে। তিনি ভঙ্গ করতে পারবেন।

তিনি হয়তো এই সপ্তাহের সোমবার রোজা রাখলেন, আগামী সপ্তাহে কোনো কারণে তাঁর ব্যস্ততা বেশি হয়ে গেল বা অসুস্থ হয়ে গেল, সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখতে পারলেন না, তাহলে এতে কোনো অসুবিধা নেই।

সোমবারের এই রোজা আর ভাঙা যাবে না—এমন বক্তব্য শুদ্ধ নয়। বরং তিনি ভাঙতে পারবেন, তাঁর জন্য জায়েজ রয়েছে।

Advertisement