Beta

আপনার জিজ্ঞাসা

জন্মের পর শিশু কি শয়তানের ধোঁকায় চিৎকার দেয়?

১৫ আগস্ট ২০১৮, ১৬:৩৩

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৫৩তম পর্বে জন্মের পর শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে বলে শিশুরা চিৎকার দেয় কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : শিশুরা জন্মের পর একটা চিৎকার দেয়। অনেকেই বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শয়তান তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই আকিদা কি সঠিক?

উত্তর : আমিও শুনেছি এমন বক্তব্য। কিন্তু কোরআন শরিফে এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। রাসুল (সা.) বা সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এই আকিদা পোষণ করেছেন মর্মে কোনো দলিল নেই।

সুতরাং, জন্মের পর পরই শয়তান নবজাতকদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাই শিশুরা চিৎকার দেয়, এই আকিদা সঠিক নয়। এটি আমি সহিহ হাদিসের মধ্যে কোথাও পাইনি।  

Advertisement