Beta

আপনার জিজ্ঞাসা

জুমার প্রতি কদমে কি নফল নামাজের সওয়াব মেলে?

২৯ জুলাই ২০১৮, ১০:৩৯ | আপডেট: ২৯ জুলাই ২০১৮, ১০:৪২

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৫০তম পর্বে জুমার নামাজের সময় মসজিদে গেলে প্রতি কদমে এক বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যায় কি না, সে সম্পর্কে ধানমণ্ডি থেকে টেলিফোনে জানতে চেয়েছেন হাসানুজ্জামান মিন্টু। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে গেলে প্রতিটি কদমে এক বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যায়, এই হাদিসটি কি সঠিক?

উত্তর : না, এই মর্মে রাসুলের (সা.) কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এটি মূলত মিথ্যা বক্তব্য।

তবে এ ব্যাপারে একটি সহিহ হাদিস রয়েছে। সেটি হলো, জুমার নামাজে যিনি আসবেন, তিনি এক কদম দিলে তাঁর একটি গুনাহ ক্ষমা হবে। আরেক কদম যখন উঠাবেন, তখন তাঁর আমলনামায় একটি সওয়াব লিখিত হবে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।

কিন্তু এক বছরের নফল নামাজের যে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, সেটি মিথ্যা। এটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি।    

Advertisement