Beta

আপনার জিজ্ঞাসা

কুড়িয়ে পাওয়া ফল কি খাওয়া যাবে?

২৭ এপ্রিল ২০১৮, ১৯:৩৫

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩৭তম পর্বে কুড়িয়ে পাওয়া ফল খাওয়া যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়ে কুমিল্লা থেকে টেলিফোন করেছেন ইমন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : কুড়িয়ে পাওয়া ফল কি খাওয়া যাবে?

উত্তর : এমন ফল যদি হয়, যে ফলের প্রতি মালিক লালায়িত নয়, যেমন গাছ থেকে কোনো খেজুর পড়ে গেছে অথবা কোনো বরই পড়ে গেছে, যেটার পেছনে কেউ দৌড়াবে না, একটি বরই খেলে কেউ জিজ্ঞাসা করবে না, তাহলে সেটি খেতে পারবেন। তার প্রমাণ হচ্ছে, রাসুল বলেছেন, ‘তোমাদের কেউ যদি বাগানে ঢোকে, সে যেন খায়, তবে সে যেন পকেটে করে না নিয়ে আসে।’  যতটুকু প্রয়োজন সে খেতে পারবে, এর অতিরিক্ত করতে পারবে না। রাসুল (সা.) একদিন দেখেছেন, রাস্তায় একটি খেজুর পড়ে আছে, তখন তিনি বললেন, ‘যদি আশঙ্কা না থাকত যে এটি সদকার খেজুর, তাহলে আমি সেটি খেতাম,’ কারণ রাসুল (সা.) সদকা খেতেন না।

তাহলে বোঝা গেল, কুড়িয়ে পাওয়া জিনিস খাওয়া যাবে, যদি না মালিকের কাছ থেকে কোনো নিষেধাজ্ঞা থাকে।

Advertisement