আপনার জিজ্ঞাসা
হজরত আদম (আ.) কি গন্ধম ফল খাওয়ার ফলে পৃথিবীতে এসেছিলেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৩৯৪তম পর্বে হজরত আদম (আ.) গন্ধম ফল খাওয়ার ফলে পৃথিবীতে এসেছিলেন। এ কথা ঠিক কি না, সে বিষয়ে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন মিজানুর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : হজরত আদম (আ.) গন্ধম ফল খাওয়ার ফলে পৃথিবীতে এসেছিলেন। এ কথা কি ঠিক?
উত্তর : হজরত আদম (আ.) এ গাছের ফল খেয়েছিলেন। কিন্তু এই ফলটা কী, এ নিয়ে আলেমদের মধ্যে অনেক মতবিরোধ আছে। সুস্পষ্ট কোনো দলিলের মধ্যমে এটি সাব্যস্ত হয়নি। সুতরাং, কেউ যদি আন্দাজ করে এমন বক্তব্য দেন, তাহলে তিনি ভুল বক্তব্য দিলেন। এতটুকু বলা যেতে পারে যে ওই নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছেন। যদি গাছটা এত বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ এই গাছের পরিচয় করে দিতেন। কোরআনের কোথাও এই গাছের কথা বলা হয়নি।
হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-কে আল্লাহ সৃষ্টি করার পর তাঁদের জান্নাতে স্থান দিয়েছিলেন। সুতরাং, জান্নাতের গাছ আর দুনিয়ার গাছ একই নয়। তাই বলার আবকাশ নেই যে এটা কোন গাছ ছিল। আন্দাজের ওপর ভিত্তি করে এমন বক্তব্য না দেওয়াই উত্তম।
হজরত আদম (আ.) গন্ধম ফল খাওয়ার ফলে পৃথিবীতে এসেছিলেন, এই কথা শুদ্ধ নয়। কোরআনে বলা হয়েছে, আমি পৃথিবীতে একজন খলিফা প্রেরণ করব। সুতরাং এটি আগে থেকেই নির্ধারিত ছিল।