আপনার জিজ্ঞাসা
পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৫৪তম পর্বে ইমেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, পা ছুঁয়ে সালাম দেওয়ার রীতি ইসলামে জায়েজ আছে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামী কিংবা শ্বশুর- শাশুড়িকে পায়ে ধরে সালাম করার রীতি কি ইসলামে জায়েজ আছে?
উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ইসলামে সালাম দেওয়ার একটাই পদ্ধতি। সেটা হচ্ছে মুখে সালাম দেওয়া। এখানে পা ধরে, অজু করে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।