আপনার জিজ্ঞাসা
অপরাধ প্রকাশ্যে স্বীকার করলে কি গুনাহ মাফ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৪তম পর্বে অপরাধের কথা অন্যের কাছে স্বীকার করলে ওই গুনাহ মাফ হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আমীন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : হাদিসে আছে, যে ব্যক্তি অপরাধ করে সবার কাছে প্রকাশ করে তাঁর গুনাহ মাফ করা হবে না। ভুল বা অজ্ঞতাবশত যদি সে এটা করে থাকে, এরপর তাঁর করণীয় কী?
উত্তর : কোনো ব্যক্তি অপরাধ করার পর যদি মানুষের কাছে প্রকাশ করে নিজের অহংকার দেখানোর জন্য, এই কাজটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই ধরনের ব্যক্তি যদি পরবর্তীতে তাঁর ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাঁকে ক্ষমা করে দেবেন। রাসুল (সা.) বলেছেন, তওবা তার পূর্ববর্তী যত গুনাহের কাজ আছে সবগুলোকে মুছে দেয়। তওবা যদি কেউ করে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। কোনো বান্দা যদি একেবারে মন থেকে আন্তরিকতার সঙ্গে তওবা করে থাকেন, তাহলে আল্লাহ সেই ব্যক্তি যে আপরাধ করে প্রকাশ করে ঘুরে বেড়ায়। এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করে দেবেন।