Beta

রিয়াদে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পুনর্মিলনী

২০ আগস্ট ২০১৯, ১৮:২০

সৌদি আরবের রিয়াদে প্রীতি ফুটবল ম্যাচ শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : এনটিভি

সৌদি আরবের রিয়াদে কটন হাউজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ফ্লাড লাইটের আলোয় ইস্কান টু মাঠে খেলায় অংশ নেয় প্রবাস বাংলা ফুটবল ক্লাব ও কটন হাউজ একাদশ। খেলার প্রথমার্ধে এক এক গোলে সমতায় থাকে উভয় দল। দ্বিতীয়ার্ধে দুই গোলের লিড নিয়ে জয়ের দেখা পায় প্রবাস বাংলা ফুটবল ক্লাব।

খেলায় সমাজসেবক নন্দলাল সরকারের সভাপতিত্বে প্রবাস বাংলা ফুটবল ক্লাবের চেয়ারম্যান ফকির আল-আমিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটন হাউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহিন সাদীকিন। বিশেষ অতিথি ছিলেন মো. শওকত ওসমান, মো. আব্দুল মমিন, সাংবাদিক রুস্তম খাঁন প্রমুখ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কটন হাউজ একাদশের গোলকিপার চন্দন। শেষে রানারআপ ও উইনার দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন অতিথিরা।

প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধন আরো জোড়ালো করতে রিয়াদে একটি ফুটবল টুর্নামেন্ট করার আহ্বান জানান আয়োজকবৃন্দ।

Advertisement