Beta

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

১২ আগস্ট ২০১৯, ১৩:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০১৯, ২১:১৬

গতকাল রোববার মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি : এনটিভি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপন করেছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টিটিওয়াংসার এলাকার বায়তুল মোকাররম মসজিদের পাশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে ইমামতি করেন মাওলানা ইকরামুল হক। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নামাজে বিপুল প্রবাসী বাংলাদেশি অংশ নেন। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তাঁরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পুরো এলাকা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

এ ছাড়া ঈদের জামাতে অংশ নিতে চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, বুকিট বিনতাং বাংলাদেশি সুরাও, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু এবং কেপং জানান্নাতুল ফেরদাউস বাংলাদেশি মসজিদে যান প্রবাসীরা। মালয়েশিয়া ইসলামী ইউনিভার্সিটির জাতীয় মসজিদেও ছাত্র ও প্রবাসী মুসল্লিদের ঢল নামে।

ঈদ উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন  মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

Advertisement