Beta

সৌদি আরবের আল-হাসায় এনটিভির বর্ষপূর্তি উদযাপন

০৪ আগস্ট ২০১৯, ২২:২৫

সৌদি আরব আল-হাসা এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে সম্প্রতি এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি সৌদি আরব আল-হাসা এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন কেক কেটে এনটিভির ১৭ বছরে পর্দাপণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আল-হাসা এনটিভির প্রতিনিধি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ফোরামের প্রধান উপদেষ্টা নেয়ামুল কবির, সহসভাপতি আবদুল আজিজ বাহার, ফোরামের উপদেষ্টা রফিকুল ইসলাম, ব্যবসায়ী সালাউদ্দিন সেলিম, আশরাফুল ইসলাম, মনজুর হোসেনসহ আল-হাসার বিপুল প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ ও ভালো ভালো বিনোদনমূলক অনুষ্ঠান উপহার প্রদান অব্যাহত রেখে দেশ ও জাতির স্বার্থে এনটিভির নিরপেক্ষ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Advertisement