আরব আমিরাতে বীরত্বের পুরস্কার পেলেন বাংলাদেশি শ্রমিক

Looks like you've blocked notifications!
সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ফারুক ইসলাম নূর আল হক নামের এক বাংলাদেশিকে পুরস্কৃত করে সংযুক্ত আরব আমিরাতের আজমান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

তিন বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে অসাধারণ সাহস ও বীরত্ব দেখিয়ে ‍পুরস্কার পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত এক বাংলাদেশি। ফারুক ইসলাম নূর আল হক (৫৭) নামের ওই ব্যক্তি পেশায় ঢালাই শ্রমিক।

সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে পুরস্কৃত করে আজমান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

স্থানীয় দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজমানের নুয়াইমিয়াহ এলাকায় গত শনিবার রাতে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আশপাশের মানুষের চিৎকারে ফারুক দৌঁড়ে ঘটনাস্থলে এসে ভবনটিতে আটকে পড়া এক শিশুকে রক্ষা করেন।

স্থানীয় অপর এক পত্রিকাকে ফারুক বলেন, ‘ভবনটির তৃতীয় তলায় বাস করা এক নারীর চিৎকারে আমি তাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু কেউ তাকে উদ্ধারের চেষ্টা করেনি। সে সময় ওই নারী ও তাঁর সন্তানকে বাঁচানোর জন্য আমি মনের ভেতর থেকে তাগিদ অনুভব করি।’

ঘটনার বর্ণনা দিয়ে ফারুক আরো বলেন, ‘আগুন দ্রুত বাড়িটির চারপাশে ছড়িয়ে পড়ছিল। একটি বড় জানালার পাশে দাঁড়িয়ে ওই নারী তার শিশু সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন। সে দৃশ্য দেখে আমি আমার দুই হাত বাড়িয়ে দেই। আমাকে দেখে সে তার সন্তানকে বাঁচানোর জন্য নিচে ফেলে দেয়।’

‘অবশেষে শিশুটিকে নিরাপদভাবেই আমি ধরতে সক্ষম হই। আশপাশের লোকজন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে হাতে তালি দিতে থাকে। আমি খুবই কৃতজ্ঞ অনুভব করি কারণ আমার জীবনে ভালো কিছু করতে পেরেছি,’ বলেন ফারুক।

পরে শিশুটির মাও নিচে ঝাঁপ দেন এবং পার্ক করা একটি গাড়ির ওপর পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে খলিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।