সৌদি আরবের ইয়ানবুতে বিএনপির আলোচনা সভা

Looks like you've blocked notifications!
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের ইয়ানবু প্রদেশে কেক কাটেন দলটির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের ইয়ানবু প্রদেশে আলোচনা সভা করেছেন দলটির নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাত ১১টায় ইয়ানবু বাঙালি মার্কেটে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইয়ানবু প্রদেশ বিএনপির সহসভাপতি এস এম আলমগীর। প্রধান অতিথি ছিলেন সহসভাপতি আবদুল হান্নান খন্দকার।

আবদুল্লাহ মহসিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা দিদারুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান, লাভলু ভূঁইয়া, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন ও মোশারফ করিম।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী দিনে কেন্দ্রীয় নির্দেশনায় যেকোনো আন্দোলন-সংগ্রাম সফল করতে ইয়ানবু বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কেক কাটা হয়।