Beta

ইয়ানবুতে মদিনা প্রবাসী ব্যবসায়ীদের মিলনমেলা

০৯ জুলাই ২০১৮, ২১:২৮

সৌদি আরবের ইয়ানবু সমুদ্র সৈকতে মদিনা প্রবাসী ব্যবসায়ীদের মিলনমেলা। ছবি : এনটিভি

প্রবাস জীবনের সব ব্যস্ততাকে ছুড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের ইয়ানবু সমুদ্র সৈকত ও চায়না পার্কে হয়ে গেল মদিনা প্রবাসী ব্যবসায়ীদের মিলনমেলা ও বনভোজন।

গত বুধবার মদিনা প্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মদিনা থেকে ২৭০ কিলোমিটার দূরে ইয়ানবু সমুদ্র সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান,  খেলাধুলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। গন্তব্যে পৌঁছে সবাই নয়নভরে দেখে নেন মরুর বুকে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

প্রাকৃতিক সৌন্দর্যময় ইয়ানবুতে প্রবাসী ব্যবসায়ীদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিয়াজ খান নোমান, মামুনুর রশীদ তালুকদার, আজগর আলী, রবিউল হোসেন, নিজাম উদ্দীন রোকন, তারেক আনাম, নাছির উদ্দীন, সাহাবুদ্দিনসহ মদিনা প্রবাসী ব্যবসায়ীরা।

মদিনা প্রবাসী ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে দেখা মেলে অনেক নতুন মানুষের, নতুন মুখের। বাংলাদেশীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাতব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন।

Advertisement