Beta

মক্কায় প্রবাসী আওয়ামী লীগের ইফতার ও মতবিনিময়

১১ জুন ২০১৮, ০০:৩১

ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিরাজুল মোস্তফা। ছবি : এনটিভি

মক্কায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করে সৌদি আরব কক্সবাজার জেলা প্রবাসী আওয়ামী লীগ।

গত শুক্রবার মক্কা নগরীর মিসফালায় স্থানীয় একটি হোটেলে মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ্ সওদাগরের সভাপতিত্বে মক্কা যুবলীগের সভাপতি সফিউল আলম মনিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।

সভায় প্রধান বক্তা ছিলেন মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী।

বিশেষ অতিথি ছিলেন মক্কা কৃষকলীগের সহ-সভাপতি মো: আমান উল্লাহ্, মক্কা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারন সম্পাদক সাকের উল্লাহ সাহেদ।

আরো উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাশেদুর রহমান, মক্কা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ফরিদুল আলম সিকদার ও সাধারণ সম্পাদক মাস্টার সেলিম।

সভায় বক্তব্য রাখেন, মিজানুর রহমান, রাসেদ লতিফ, রফিকুল ইসলাম, মো. নুরুল ইসলামসহ আরো অনেকে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে এবং সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনজাত করা হয়।

Advertisement