Beta

কাট অ্যান্ড সুইং বৈচিত্র্যে ক্যাটস আই

১৮ জুন ২০১৬, ১৬:৪০

ফিচার ডেস্ক
ক্যাটস আইয়ে ঈদের বিশেষ আয়োজন। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদ উপলক্ষে ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল কাটের মাঝামাঝি ফিউশন নিয়ে কাজ করেছে ফ্যাশন হাউস ক্যাটস আই।

তরুণ-তরুণীদের পোশাকে গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক।

মেয়েদের টপস ও কামিজের লোয়ার পার্টে এসিমেট্রিক কাটের রেশ এবারও থাকছে, তবে বেশ ভালোভাবেই যুক্ত হয়েছে ওভাল বা রাউন্ড শেপ। রংকে প্রাধান্য দিয়ে ফেস্টিভ কেন্দ্রিক ভ্যালু এডিশন থাকছে পোশাকে। ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। পাশাপাশি আউটগোয়িং নারীদের জন্য আছে গাউন কামিজ বা ম্যাক্সি টিউনিক এলিগেন্ট আউটফিট।

এ ছাড়া কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে শুধুই পুরুষদের জন্য ঈদ উপযোগী ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং। ট্রেন্ডি ফ্যাশন এক্সেসরিজও থাকছে ক্যাটস আই ব্র্যান্ড নির্ধারিত আউটলেটে।

এবারের ঈদ পোশাকের মূল্য শুরু হচ্ছে এক হাজার ৬৫০ টাকা থেকে। এ ছাড়া কেনাকাটায় স্বাধীনতা দিতে, প্রিমিয়াম ক্রেতাদের জন্য ব্যাংক ভেদে ক্রেডিট কার্ড শপিং-এ  থাকছে সর্বোচ্চ ১০% বাড়তি মূল্যছাড়ের সুবিধাও।

Advertisement