Beta

বগুড়ায় ‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার উদ্বোধন

১৭ জুন ২০১৬, ১৪:০৮

ফিচার ডেস্ক
‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত

যৌথ ভাবনায় পরিচালনার সময় পেরিয়ে সূচনা হয়েছে এককভাবে ‘রঙ বাংলাদেশ’-এর অভিযাত্রা।

গতকাল বৃহস্পতিবার এই পুরোনো শাখাগুলোর সঙ্গে ১৩তম শাখা সংযোজিত হয়েছে। বগুড়ার শহীদ আবদুল জব্বার সড়কের আর ডি টাওয়ারে বিকেল ৪টায় নতুন এই শাখার উদ্বোধন করেন ‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন ‘রঙ বাংলাদেশ’-এর সিওও অভিজিৎ রায়, শ্রাবণী সাহা, শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা।

বর্তমানে ‘রঙ বাংলাদেশ’-এর মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা ১৩টি। বগুড়ার আউটলেটেও ভোক্তারা তাঁদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন।

পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে এবং ডিজাইনের নতুন উপস্থাপনায়।

Advertisement