ব্রণের ক্ষত দূর করতে চান? দুটো উপায় মেনে দেখুন

Looks like you've blocked notifications!
ব্রণের ক্ষত নিয়ে দুশ্চিন্তায় থাকে অনেকেই। ছবি : সংগৃহীত

ব্রণের ক্ষত নারীকূলের কাছে দুঃস্বপ্নের মতো। বয়ঃসন্ধিকালে হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেকে ব্রণের সমস্যায় ভোগে। তবে এখন বড়দের ব্রণও বেশ প্রচলিত।

কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো ব্রণের ক্ষত দূর করতে কাজ করে। ব্রণের ক্ষত দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।   

১. অ্যালোভেরা

অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে নিরাময় করার উপাদান। এটি ত্বকের প্রদাহ কমাতে কাজ করে। অ্যালোভেরার মধ্যে থাকা অ্যালোসিন নামক উপাদান ব্রণের ক্ষত কমাতে কাজ করে।

যেভাবে ব্যবহার করবেন

অ্যালোভেরা ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। ধীরে ধীরে আক্রান্ত স্থানে অ্যালোভেরা্র জেল ম্যাসাজ করুন এবং সারা রাত রেখে দিন।

২. শুকনো কমলার খোসা

কমলাকে ভালো প্রাকৃতিক ক্লিনজার বলা হয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে।

যেভাবে তৈরি করবেন

শুকনো কমলার খোসা পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে ভালো ফলাফলের জন্য দই বা দুধের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন।