‘ছোট’ উদ্যোক্তাদের বড় আয়োজন

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে তরুণ দুই উদ্যোক্তা নিয়েছেন অন্যরকম এক প্রদর্শনীর উদ্যোগ।

২০ ও ২১ জুলাই ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘প্ল্যানিং বাই শেখস’-এর  আয়োজনে এ ঈদ গালা ২০১৯-এর আসর বসেছে। চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই ঈদ গালায় অংশ নেবে মোট ৩৬টি অনলাইন শপ। যাদের বেশির ভাগই তরুণ উদ্যোক্তা।

এ ঈদ মেলার অন্যতম আয়োজক ও ‘প্ল্যানিং বাই শেখস’-এর সহপ্রতিষ্ঠাতা শেখ মানি মারজান জানান, কম পুঁজি নিয়ে যারা ব্যবসা শুরু করেছেন তাঁদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতেই এ ঈদ মেলার উদ্যোগ নিয়েছেন তিনি ও তাঁর পার্টনার শেখ মেহরিন শওকত। তাঁরা নিজেরাও অনলাইন উদ্যোক্তা। তাই প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ভিড়ে নতুন উদ্যোক্তাদের সংগ্রামের কথা ভালোই জানেন।

এ ঈদ মেলা বা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এখানে পোশাক, গয়না, প্রসাধনীর স্টল ছাড়াও থাকবে মেহদি দেওয়ার ব্যবস্থা। সঙ্গে থাকছে খাবারের স্টল, ফ্রি ফটো সেশন বুথ, গানের আয়োজনসহ আরো কিছু চমক।