Beta

সিলেটে এইমের যাত্রা শুরু

১৫ জুন ২০১৫, ২৩:১৫

সিলেট নগরীর উপশহরে আজ সোমবার ব্র্যান্ড শপ এইমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। ছবি : এনটিভি

উন্নত মানের কাপড় ও রুচিশীল নকশার পোশাক নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে ব্র্যান্ড শপ এইম।

আজ সোমবার সকালে নগরীর উপশহরে আউটলেটের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। মাল্টিপ্ল্যান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার নূর-ই-আলম মিনা। স্বাগত বক্তব্য দেন এইমের স্বত্বাধিকারী শামীমাতুন নাসিম।

শামীমাতুন নাসিম বলেন, দোকানে মানসম্মত পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। এইমের পোশাকে ডিজাইন ও কালার কন্ট্রাস্টসহ প্রচুর ভেরিয়েশন থাকবে। পাশাপাশি বিদেশি পণ্যও রাখা হবে এ আউটলেটে।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সিলেটের লোকেরা ফ্যাশন সচেতন। তাই নগরে পোশাকের দোকান অনেক বেশি। এগুলোর সাথে নতুন যুক্ত হলো এইম। তবে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তিনি বিক্রয়কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

Advertisement