আল-আরাফাহ ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ

ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
এমবিএ, এমবিএম বা ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, গণিত, আইন, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, ইংরেজি ও গণপ্রশাসন বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিং পাসকারীরাও আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদনকারীদের স্নাতক ও স্নাতকোত্তরে ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে পাস করতে হবে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
বয়স
আবেদনকারীদের বয়স ১৮ আগস্ট- ২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন
এক বছর প্রবেশনকালে নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এক বছর পর নিয়োগপ্রাপ্তদের এক্সিকিউটিভ অফিসার বা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে স্থায়ীকরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে ১৮ আগস্ট- ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টারে ৩ আগস্ট, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন