Beta

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার, বেতন ১৫,০০০ টাকা

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭

চাকরি চাই ডেস্ক

টেরিটরি সেলস অফিসার হিসেবে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফার্নিচার কোম্পানি নাদিয়া ফার্নিচার লিমিটেড। আগ্রহী  যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

টেরিটরি সেলস অফিসার (ডিলার অপারেশন)

পদসংখ্যা

পাঁচজন

যোগ্যতা

টেরিটরি সেলস অফিসার হিসেবে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান ও মাইক্রোসফট অফিসে দক্ষতা প্রয়োজন। গ্রাহকের প্রয়োজন বুঝতে পারা এবং বিক্রয় সুযোগ অনুসন্ধান করার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২৪ হতে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, রংপুর, টাঙ্গাইল।

বেতন-ভাতা

বেতন ১২,০০০-১৫,০০০ টাকা। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

Advertisement