১২ জনকে নিয়োগ দেবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট

Looks like you've blocked notifications!

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) স্থায়ী/অস্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ছয়টি পদে ১২ জনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, টেলিফোন অপারেটর, অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর, বাবুর্চি ও অফিস সহায়ক।

পদসংখ্যা

ছয়টি পদে সর্বমোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সমমান পাসসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের আবেদনের ফরম (www.mopa.gov.bd) সংগ্রহ করে নিম্নোক্ত ঠিকানায় স্বহস্তে লিখিত আবেদন করতে হবে।

ঠিকানা : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ২৯ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদানের শেষ সময় ২৯ আগস্ট, ২০১৯ পর্যন্ত।

সূত্র : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে