২৮ জনকে নিয়োগ দেবে সরকারি কর্মচারী হাসপাতাল

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা। ১৩টি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশিরা আবেদন করতে পারেন।

পদের নাম

ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই টেকনিশিয়ান, পিএ কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, স্টুয়ার্ড, ওয়ার্ড মাস্টার, টেলিফোন অপারেটর, রেকর্ডকিপার, হিসাব সহকারী, টিকেট ক্লার্ক, ইলেকট্রিশিয়ান এবং ক্যাশ সরকার।

পদসংখ্যা

১৩টি পদে সর্বমোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা পাসসহ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনের জন্য ১৪ মার্চ, ২০১৯  তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা ও সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের (http://skh.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টা থেকে এবং আবেদন করে যাবে আগামী ১৪ মার্চ, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : প্রথম আলো, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে