Beta

ঢাকায় নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৬

চাকরি চাই ডেস্ক

ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের লোকবল প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। তবে পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস)

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে  স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তিন  থেকে পাঁচ  বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া  গতিশীল, কঠোর পরিশ্রমী, শারীরিক ও মানসিক  সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ভালো উপস্থাপন দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোর মৌলিক  দক্ষতা এবং  মাইক্রোসফট অফিস চালানোতে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে ভালোভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে। পুরুষ ও নারী উভয় প্রার্থীই পদটিতে আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।

কোম্পানির নিয়ম অনুযায়ী মোবাইল ফোন বিল, দুপুরের খাবারের সুবিধা ও দুটি বার্ষিক উৎসব বোনাস দেওয়া হবে। এ ছাড়া প্রতিবছর বেতন বাড়ানো হবে।

কর্মস্থল

ঢাকা

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে সরাসরি জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ১৭ অক্টোবর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : জাগোজবস ডটকম

Advertisement