লিভারের রোগীদের চিকিৎসা দেবে সুপার স্পেশালাইজড হাসপাতাল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে (এসএসএইচ) এখন থেকে লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে। আউটডোরের পাশাপাশি এই হাসপাতালে ভর্তি থেকে ইনডোর সেবাও নেওয়া যাবে। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থাকছে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্ট্রোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার রয়েছে। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু রোগের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে জানানো হয়, এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। সার্জারির জন্য ইনডোর সেবা, অর্থাৎ রোগী ভর্তি করা হচ্ছে। এখানে পিত্তথলির পাথর অপারেশন থেকে শুরু করে সব ধরনের প্যানক্রিয়েটিক সার্জারি করা হয়। এর মধ্যে রয়েছে ল্যাপারোস্কপিক সার্জারি, হুয়িপলস প্রসিডিউর ইত্যাদি।
লিভারের রোগীদের জন্য প্রতি সপ্তাহে সোম ও বুধবার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে এন্ডোস্কপি, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লিগেশন (ইভিএল), শর্ট কোলোনস্কপি, ফুল ক্লোনোস্কপি, গ্লু ইনজেকশন, এন্ডোস্কপিক পলিপেক্টমি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি (এফএনএসি) ফর্ম লিভার স্পেস অকুপাইং লিজন (এসওএল), লিভার এবসেস, পেয়ার থেরাপি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিওপ্যানক্রিয়াটোগ্রাফি (ইআরসিপি) স্টেন্ট রিমুভাল, ইআরসিপি স্টেন্টিং, ক্লোনোস্কপি পলিপেক্টমি এবং ডিউডেনস্কোপি ইত্যাদি।