Beta

নারীদের শ্বেতী রোগ : করণীয়

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৭

ফিচার ডেস্ক
শ্বেতী রোগের নাম শুনলেই অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ছবি : সংগৃহীত

শ্বেতী রোগের নাম শুনলেই অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কেবল শারীরিক নয়, মনগত ও সামাজিকভাবেও একটি চাপে থাকে।

নারীদের ক্ষেত্রে শ্বেতী রোগে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শ্বেতী রোগ হলে তাদের চিকিৎসা আপনারা কীভাবে দেন? কী পরামর্শ দিয়ে থাকেন?

উত্তর : এখানে সবার প্রথমে আমরা বলি, ভিটিলিগো ছোঁয়াচে নয়। তার ক্ষেত্রে যেটি হয়, ভয় পায় এই রোগটি ছোঁয়াচে। তার কাছ থেকে অন্য কারো কাছে ছড়াবে। শ্বেতী রোগ চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তবে যদি ছড়িয়ে যায়, অনেক বেশি তাহলে অনেক সময় এটি  চিকিৎসা করা কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে রোগটি যেন ছড়িয়ে না পড়ে, সেই জন্য কিছু ওষুধ ব্যবহার করি। পাশাপাশি তার যেই অংশটা সাদা হয়ে গেছে, সেই অংশটায় যেন আগের রং ফিরে আসে, সেই জন্য চেষ্টা করি। এভাবে সম্মিলিতভাবে আসলে চিকিৎসা করা হয়। মানসিক সাপোর্ট তো এখানে দিতেই হয়।

Advertisement