Beta

কিডনি রোগ নেফ্রোটিক সিনড্রোমের লক্ষণ কী?

২৮ জুন ২০১৯, ২০:৩২

ফিচার ডেস্ক
শিশুদের নেফ্রোটিক সিনড্রম নিয়ে আলোচনা করেছেন ডা. গোলাম মাঈন উদ্দিন ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : সংগৃহীত

কিডনির একটি জটিল রোগ নেফ্রটিক সিনড্রোম । এ রোগে প্রস্রাবে বেশি পরিমাণ প্রোটিন যায়। সাধারণত শিশুদের এ রোগ বেশি হয়। রোগটির লক্ষণ কী?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৭৫তম পর্বে কথা বলেছেন ডা. গোলাম মাঈন উদ্দিন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : নেফ্রোটিক সিনড্রোম কী?

উত্তর : নেফ্রোটিক সিনড্রোম এমন একটি রোগ, যেটাতে গা ফুলে যাবে। যেকোনো বয়সে হতে পারে। তবে বাচ্চাদের বেশি হয়। নেফ্রটিক সিনড্রোমে প্রস্রাবে স্বাভাবিকের তুলনায় বেশি প্রোটিন যায়। যেহেতু এ জন্য রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায়, তাই গা ফুলে যায়। গা ফুলে গেলে সাধারণত প্রস্রাবে সংক্রমণ হবে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে, সংক্রমণ হয়। একটি সময় খিঁচুনি হতে পারে, সোডিয়াম, পটাশিয়ামের সমস্যা হয়।

প্রস্রাব জ্বাল দিলে বোঝা যায় জিনিসটা বের হচ্ছে। যে কেউ করতে পারে। গরম করলে জমে যায়।   

Advertisement