হাড়ের ক্ষয়রোগ কী?

Looks like you've blocked notifications!

সাধারণত প্রবীণ বয়সে হাড় ক্ষয়ের সমস্যা হয়। নারীদের মেনোপজ হওয়ার পর এ রোগ বেশি দেখা যায়। হাড় ক্ষয় রোগটি আসলে কী?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৬৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ সহিদুল ইসলাম। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের একাডেমিক পরিচালক হিসেবে কর্মরত।

প্রশ্ন : হাড়ের ক্ষয়রোগ মানে কী?

উত্তর : আসলে হাড়ের একটি ঘনত্ব থাকে। এই ঘনত্বটুকু কমে যাওয়াকে আমরা হাড়ের ক্ষয়রোগ বলি। আপনারা হয়তো মৌচাক দেখেছেন। মধু নিয়ে গেলে চাকের যেমন অবস্থা হয়, হাড়ের অবস্থাও তেমন হয়ে যায়। ফাঁপা হয়ে যায়। এ জন্য একে অস্টিওপরোসিস বলি। আবার আমরা অনেক সময় বলি হাড়টা ভঙ্গুর হয়ে পড়ছে। আরো যদি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাই, কাঠের ভেতর যেমন ঘুণে ধরে, এটি ধরলে যেমন কাঠ নষ্ট হয়ে যায়, সামান্য আঘাতেই কাঠ ভেঙে যেতে পারে। হাড়ের ক্ষয়রোগটাও সে রকম।