ফ্যাটি লিভার কাদের বেশি হয়?

Looks like you've blocked notifications!
স্থূল ব্যক্তিদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি থাকে। ছবি : সংগৃহীত

লিভারে পাঁচ ভাগের বেশি চর্বি জমে গেলে একে ফ্যাটি লিভার বলে। ফ্যাটি লিভার কাদের বেলায় বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৬২তম পর্বে কথা বলেছেন ডা. ফাওয়াজ হোসেন শুভ। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কাদের বেলায় ফ্যাটি লিভার বেশি হয়? কাদের বেলায় উচিত হবে নিজ উদ্যোগে ফ্যাটি লিভার রয়েছে কি না, দেখতে  চাওয়ার জন্য চিকিৎসকের কাছে যাওয়া?

উত্তর : কিছু কিছু ঝুঁকিপ্রবণ দল রয়ে গেছে। যাদের ডায়াবেটি, হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম, হেপাটাইটিস সি, পেনক্রিয়াসে সমস্যা, মদ্যপানের অভ্যাস রয়েছে- সর্বপরি যারা স্থূলকায়, মেটাবলিক সিনড্রম যাদের রয়েছে তারা অবশ্যই নিজ উদ্যোগে ফ্যাটি লিভার রয়েছে কি না, তা চেক করে নেবেন।  তারা এ রোগ হওয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিপ্রবণ।