Beta

বলিরেখা দূর করতে কলা, লেবু ও মধু

০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১২

ফিচার ডেস্ক
বলিরেখা ত্বকের প্রচলিত সমস্যা। ছবি : সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়ে। এটি নারী পুরষ উভয়ের ক্ষেত্রে খুব প্রচলিত সমস্যা। কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মেনে চললে বলিরেখা অনেকটাই কমানো যায়।

বলিরেখা কমাতে কলা, লেবু ও মধুর মাস্ক বেশ উপকারী। বলিরেখা কমাতে কলা, লেবু ও মধুর মাস্ক তৈরির উপায় এবং এর ব্যবহারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট কিংডেমিক।  

কলা, লেবু ও মধুর মাস্ক

  • একটি কলা ভালোভাবে চটকে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মেশান।
  • এবার কলার খোসা মুখে ঘষুন।
  • এবার কলা, মধু ও লেবুর পেস্টটি মুখের মধ্যে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এরপর একটি ময়েশ্চারাইজার মেখে নিন।
Advertisement