Beta

এস এল ই মেয়েদের বেশি হয়

১৬ আগস্ট ২০১৮, ১৬:৫৬

ফিচার ডেস্ক

এস এল ই বা সিস্টেমিক লুপাস ইরেথিমেটোসাস জটিল রোগ। এসএলই রোগে শ্বেতরক্তকণিকা শরীরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিগুলো শরীরের বিভিন্ন স্থানে জমা হয়ে অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে দেয়।

এসএলই মেয়েদের বেশি হয়। এসএলইর বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৯তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম মতিউর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : এসএলই ছেলেদের বেশি হয়, না কি মেয়েদের? মেয়েদের মধ্যে হলে কোন বয়সে বা কাদের বেশি হয়?

উত্তর : এই রোগ মেয়েদের বেশি হয়। মেয়েদের নয়জন হলে, ছেলেদের এক জনের হয়। মেয়েদের ক্ষেত্রে প্রজনন বয়সে বেশি আক্রান্ত হয়। সাধারণত ১৫ থেকে ৪৫ বছরে বেশি হয়। একজন নারী যখন সন্তান জন্মদানে সক্ষম ওই সময়টিতে বেশি আক্রান্ত হয়।

Advertisement