Beta

ইউটিআই কী?

১৪ জুলাই ২০১৮, ১৫:৫৩

ফিচার ডেস্ক

ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে অনেকেই ভোগেন। ইউটিআইয়ের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ সামাদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ইউটিআই মানে কী? শরীরের কোনো অংশের সংক্রমণকে ইউটিআই বলে?

উত্তর : আমরা সংক্ষেপে ইউটিআই বলি। এটি হলো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে ট্র্যাক্টটা কোনটা?  কিডনি, কিডনি থেকে দুটো নালী চলে আসে, প্রস্রাবের থলিতে, নালী, ইউরেটার এবং প্রস্রাবের থলি, যেখানে প্রস্রাব জমা হয়, এই চারটির মধ্যে কোথাও যদি কোনটার সংক্রমণ হয় বা জীবাণু দিয়ে সংক্রমিত হয়, তাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি।

আমরা যে কালচার করি, তখন যে জীবাণুগুলো দেখি, দেখা যায়, সেগুলোর ৯০ ভাগেরও বেশি জীবাণু কিন্তু সাধারণত খাদ্যনালীতে থাকে, যেগুলো পায়ু পথে বের হয়ে আসে, সেখানেই থাকে। সেই জীবাণু দিয়ে আক্রান্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে মেয়েরা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়।

Advertisement