Beta

হিস্টিরিয়ার লক্ষণ কী?

২৭ জুন ২০১৮, ১১:১১

ডা. মিজানুর রহমান কল্লোল
হিস্টিরিয়া এমন এক মানসিক অবস্থা, যেখানে আবেগের বৈকল্য ঘটে। ছবি : সংগৃহীত

হিস্টিরিয়া হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে আবেগের বৈকল্য ঘটে এবং রোগী অতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে। সাধারণত বেশি মানুষের উপস্থিতিতে রোগী সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে।

উপসর্গ

সাধারণত রোগী আচরণগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নাটকীয়ভাবে চিৎকার করতে থাকে।

রোগী অতিরিক্ত চেঁচামেচি করে, হাত-পা ছোড়াছুড়ি করে এবং নিজের কাপড়চোপড় ও চুল ছিঁড়ে ফেলে। চিৎকার করে কাঁদে। রোগী কখনো কখনো উন্মত্ত হয়ে মেঝেতে গড়াগড়ি করে।

  • রোগী জোরে জোরে শ্বাস নিতে থাকে।
  • রোগী এমনভাবে হাত-পা ছোড়ে যে সেটাকে ভান মনে হতে পারে।
  • রোগীর পাশে কেউ উপস্থিত না থাকলে রোগী শান্ত থাকে।
  • অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যায়।
  • রোগীর শ্বাসকষ্ট হয়, দাঁতে দাঁতে লেগে যায়।
  • রোগী বাকরুদ্ধ হয়।

লেখক : সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Advertisement