Beta

সব শ্বাসকষ্টেই কি ইনহেলার ব্যবহার করতে হয়?

২৫ মে ২০১৮, ১৬:১৯ | আপডেট: ২৫ মে ২০১৮, ১৬:২২

ফিচার ডেস্ক

শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে রয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, কিডনি জনিত শ্বাসকষ্ট, হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট ইত্যাদি। তবে সব শ্বাসকষ্টেই কি ইনহেলার ব্যবহার করতে হয়?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : কোন কোন শ্বাসকষ্টগুলোর ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করলে উপশম হয়?

উত্তর : ইনহেলার সব শ্বাসকষ্টের মধ্যে ব্যবহার করা যাবে না। শুধু যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, তাহলে আমরা ইনহেলার ব্যবহার করি অথবা সিওপিডি যদি থাকে, সেখানেও আমরা ইনহেলার ব্যবহার করে থাকি। কারণ, ইনহেলার হলো পাউডার জাতীয় ওষুধ। এটি সরাসরি শ্বাসনালীতে গিয়ে প্রবেশ করে।

অ্যাজমা হলে কী হয়? শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। বন্ধ হয়ে যায়। যেমন, একটি ঘরে বাতাস ঢুকল, যদি বের না হতে পারে, তাহলে কী অবস্থা হয়? ঠিক এই রকম হয় তখন শ্বাসনালীর অবস্থা। বাতাস প্রবেশ করার পর আর বের হতে পারে না। তখন ইনহেলারগুলো শ্বাসনালীতে গিয়ে একে প্রসারিত করে দেয়। এতে কার্বনডাই ডাই অক্সাইড বের হয়। আর বাইরে থেকে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারে। তখন শ্বাসকষ্ট লাঘব হয়।

Advertisement