Beta

‘স্কুলে যাওয়ার আগে শিশুর চোখ পরীক্ষা করান’

২২ মে ২০১৮, ২২:৪১

ফিচার ডেস্ক

ছোট শিশুদের রিফ্লেকটিভ ইরোর বা চোখের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই স্কুলে যাওয়ার আগেই একটি শিশুর চোখ পরীক্ষা করানো জরুরি। ছোট বয়সে চিকিৎসা করলে সমস্যা অনেকটাই সমাধান করা যায়।    

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৪তম পর্বে কথা বলেছেন ডা. উম্মে কাউসার। বর্তমানে তিনি এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেক সময় দেখা যায় শিশু টিভি দেখার সময় দেখতে পাচ্ছে না। এই স্বল্প দৃষ্টির বিষয়টি কেন হয়?

উত্তর : একে বলে রিফ্লেকটিভ এরোর। এ জন্য আমরা বলি স্কুলে যাওয়ার আগে চোখ পরীক্ষা করতে। দৃষ্টি পরীক্ষা করলে বোঝা যাবে আসলে সে প্রকৃত দেখাটা দেখছে কি না। স্কুলে ভর্তির আগে এই পরীক্ষা করতে হবে। তখনই যদি এই রোগটা ধরা পড়ে, তখনই এটি সমাধানের একটি চেষ্টা করা হয়, তাহলে ছয় থেকে আট বছরের মধ্যে সমাধান করা যায়। এর পর হলে সেটি সমাধানযোগ্য থাকে না। এই জন্য চেকআপটি এত প্রয়োজন।

Advertisement