Beta

স্বল্প দৃষ্টি কেন হয়?

২২ মে ২০১৮, ২১:০৩

ফিচার ডেস্ক

স্বল্প দৃষ্টির সমস্যা ছোট থেকে বড় সবারই হতে পারে। স্বল্প দৃষ্টির সমস্যা কী, কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৪তম পর্বে কথা বলেছেন ডা. উম্মে কাউসার। বর্তমানে তিনি এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : স্বল্প দৃষ্টি কেন হয়?

উত্তর : চশমা দেয়ার পরেও চোখের দৃষ্টি ৬/১৮ এর থেকে ১/১৬ হলে তাদের আমরা এই দলের মধ্যে ফেলি। এই স্বল্প দৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে বড়দের জন্য কিছু কারণ রয়েছে। আবার শিশুদের জন্য কিছু কারণ রয়েছে। বড়দের ডায়াবেটিস রেটিনোপ্যাথি, অগ্রবর্তী গ্লুকোমা, রেটিনাল ডিটাচমেন্ট, মেকুলার ডিসট্রফি, মেকুলার স্কার, এগুলোর জন্য চোখের বিভিন্ন সমস্যা হচ্ছে।

আর বাচ্চাদের জন্য ইসটিগমাস, কোলোবোমা, এবডোমিজম এগুলো। অথবা মায়োপিয়া অথবা হাইমায়োপিয়া, প্যাথোলজিক্যাল মায়োপিয়া এগুলো তরুণ বয়সের রোগীদের হয়। এগুলো হলো স্বল্প  দৃষ্টির কারণ।

Advertisement