Beta

ম্যানিনজাইটিস কি প্রতিরোধযোগ্য?

১৫ মে ২০১৮, ১৮:২০

ফিচার ডেস্ক

ম্যানিনজাইটিস মস্তিষ্কের এক ধরনের সংক্রমণ। কিছু সতর্কতা অবলম্বন করলে এটি প্রতিরোধ করা যায়। ম্যানিনজাইটিসের প্রতিরোধের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৮তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ম্যানিনজাইটিস কি প্রতিরোধযোগ্য?

উত্তর : ম্যানিনজাইটিস অনেকটা ইনফেকশনডিজ দলের মধ্যে পড়ে যায়। বিশেষ করে ভাইরাল ম্যানিনজাইটিসটা ছড়ায় বেশি। একটি স্কুল রয়েছে বা সিনেমা হল রয়েছে, এর মধ্যে একজন হয়তো ম্যানিনজাইটিসে আক্রান্ত, সে হাঁচি দিল, কাশি দিল, তার আশপাশে যারা রয়েছে, সেটা তাদের শ্বাসনালিতে ছড়াতে পারে। এ ছাড়া হতে পারে কান পাকা, নাকে হতে পারে সাইনোসাইটিস, চোখের ভেতর ইনফেকশন, গলা বা দাঁতে ইনফেকশন, এমনকি মুখের মধ্যে ইনফেকশন, এটার ড্রেনিং এলাকা মস্তিষ্কে রয়েছে। রক্ত চলাচলের সঙ্গে এটি মস্তিষ্কে ছড়িয়ে যেতে পারে। এসব জিনিস যদি এড়িয়ে যাওয়া যায়, তাহলে এটি প্রতিরোধ করা যায়।

Advertisement