Beta

ম্যানিনজাইটিস কী, কেন হয়?

১৫ মে ২০১৮, ১৫:১৯

ফিচার ডেস্ক

ম্যানিনজাইটিস মস্তিষ্কের এক ধরনের সংক্রমণ। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৮তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ম্যানিনজাইটিস কী, এতে কী ঘটে?

উত্তর : মস্তিষ্কের ভেতর তিনটি কাভারিং রয়েছে। এখন আমরা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলি, ডুরামেটার, পায়োমেটার, অ্যারাগনয়েডমেটার। মস্তিষ্কের একটি কাভারিং। সুরক্ষিত কাভারিং। জন্মগতভাবেই এনাটমিক্যাল। এই জিনিসটির মধ্যে কোনো সংক্রমণ হলে তাকে বলে ম্যানিনজাইটিস। সেটা যেকোনো সংক্রমণেই হোক। ম্যানিনজেস বা মস্তিষ্কের কাভারিংয়ে  যেকোনো ধরনের প্রদাহ হতে পারে।

প্রশ্ন : এই রোগে একজন মানুষ আক্রান্ত হয় কেন?

উত্তর : এটা রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হয়। ৯০ ভাগ কারণই হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। দুই নম্বর, আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো টিউবার কলোসিস, যক্ষ্মা। আর তিন নম্বর হলো ভাইরাস। এই তিনটি হলো মূল কারণ। এ ছাড়া অন্যান্য প্যারাসাইট রয়েছে বা অন্যান্য টিউমার জাতীয় বিষয় রয়েছে, যেগুলো ছড়িয়ে পড়ে। কেমিক্যাল ম্যানিনজাইটিস রয়েছে। কোনো অসুখ বা কেমিক্যালের কারণে আক্রান্ত হয়। এসেপটিক ম্যানিনজাইটিস রয়েছে। এগুলো সংক্রমণ ছাড়া অন্য কিছুতে হতে পারে।  মূল কারণ তিনটি। ব্যাকটেরিয়া, টিউবার কলোসিস, ভাইরাস।

Advertisement