Beta

শিশুর মানসিক সমস্যা হচ্ছে?

১১ জুন ২০১৭, ১৩:১৫

ফিচার ডেস্ক

আচরণগত সমস্যা, অতিরিক্ত অস্থিরতা ও চঞ্চলতা, লাগাতার মিথ্যা কথা বলা ইত্যাদি শিশুদের মানসিক সমস্যা। কীভাবে অভিভাবকরা বুঝতে পারবেন শিশুটির এ ধরনের সমস্যা হচ্ছে? 

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৬তম পর্বে কথা বলেছেন সেলিনা ফাতেমা বিনতে শহিদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। 

প্রশ্ন : পরিবারের লোকেরা কী দেখে বুঝবে শিশুটি মানসিকভাবে অসুস্থ ? 

উত্তর : যখন দেখবে ধারাবাহিকভাবে তার পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে সে নিতেই পারছে না, তখন চিকিৎসকের কাছে যাবেন। তবে এটি আবার নির্ভর করবে মা-বাবার স্পর্শকাতরতার ওপর। যদি মা-বাবা উদ্বেগজনিত সমস্যায় থাকেন, বিষণ্ণ থাকেন, তাঁদেরই যদি পারসোনালিটি ডিজঅর্ডার থাকে, তাহলে শিশু তো অস্থির প্রকৃতির থাকবে। ছোট ছোট জিনিসকে বড় করে দেখবে। যদি দেখা যায় শিশুর মধ্যে একাডেমিক সমস্যা হচ্ছে কিংবা সম্পর্ক স্থাপনে সমস্যা হচ্ছে, পারিবারিক জীব্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব জায়গায় ঝামেলা হচ্ছে—এ রকম যখন বুঝতে পারবে, তখন অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে হবে। 

তবে শিশুটি কোন সমস্যায় ভুগছে, সেটি হয়তো সাধারণ মা-বাবা বুঝতে পারবেন না। এ জন্য প্রফেশনাল সাহায্য নিলে তারাই বলে দেবেন বাচ্চাটি কী সমস্যার মধ্যে রয়েছে।

Advertisement