টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উৎসবের দিন
রাওয়ালপিন্ডিতে জয়ের চিত্রটা চতুর্থ দিনই এঁকে দিয়েছিলেন হাসান মাহমুদ-নাহিদ রানারা। পাকিস্তানকে গুঁড়িয়ে লক্ষ্যটা বেঁধে দিয়েছিলেন দুইশর নিচে! অপেক্ষা ছিল শেষ দিনের। পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই ধরা দিল সেই অধরা স্বপ্ন। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দুটিতেই জিতে উৎসবে ভাসল নাজমুল হোসেন শান্তর দল। ছবি : পিসিবি ও ক্রিকেটারদের ফেসবুক পেজ।

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০