সেদিন অল্পের জন্য বেঁচে যান তামিমরা
সময় নাকি সবকিছুর ওপরই প্রলেপ বুলিয়ে দেয়। কিন্তু না, কিছু ঘটনা স্মৃতিতে আঠার মতো আটকে থাকে। ক্রাইস্টচার্চের ঘটনাও অতীত হওয়ার মতো নয়। গত বছর এ দিনে মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ। ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ত্রধারী কেড়ে নেয় ৫১ মানুষের জীবন। মুহূর্তের মধ্যে আঁতকে ওঠে পুরো বিশ্ব। আর একটু হলেই প্রাণ যেতে পারত নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের। সেদিন সংবাদ সম্মেলনে দেরি হওয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তামিম-মাহমুদউল্লাহরা। নিউজিল্যান্ডের সেই নারকীয় হত্যাকাণ্ডের এক বছর আজ।

১ / ১৩

২ / ১৩

৩ / ১৩

৪ / ১৩

৫ / ১৩

৬ / ১৩

৭ / ১৩

৮ / ১৩

৯ / ১৩

১০ / ১৩

১১ / ১৩

১২ / ১৩

১৩ / ১৩