শাড়ি লাভার নোরা
নাচ দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ তাঁর বেলি ড্যান্স অনেক দিন মনে রাখবে মানুষ। নজরকাড়া নাচে দক্ষ এ অভিনেত্রীকে সবাই এখন চেনে ‘দিলবারকন্যা’ হিসেবে। তাঁর বেলি ড্যান্স ও আবেদনময়ী ভঙ্গির ‘নেশা’ ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ২০১৩ সালে বলিউডে ‘টাইগার অব দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে তাঁর অভিষেক হয়। এ ছাড়া বেশ কয়েকটি তেলেগু ছবিতে ও আইটেম গানে নেচেছেন তিনি। ভারতের টিভি শো বিগ বসে অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এ তারকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার দুই কোটি পূর্ণ হয়েছে। একঝলকে দেখে নিন এ সুন্দরীর নতুন কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০